Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বগিয়া ইউনিয়নের ইতিহাস

মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ  মধ্যে ৪নং বগিয়া ইউনিয়ন পরিষদ অন্যতম একটি। এই ইউনিয়নের দক্ষিন পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী।১৯৭১ সালে মোঃ খেজের মোল্যা  নামক ব্যাক্তি,১একর ৯০ শতক জমি দান করেন। তার উপর ভিত্তি করেই নির্মিত হয় ইউনিয়ন পরিষদ।বর্তমানের আধুনিক ভবন টি স্থাপিত হয় ০৭/০৮/২০১০ সালে ।এই ভবন টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রফেসর ডাঃ এম,এস, আকবার (মাননীয় সংসদ সদস্য মাগুরা-১)।এই ইউনিয়ন পরিষদ মাগুরা সদর থেকে ৯ কিলোমিটার পশ্চিমে আবস্থিত।